খুব পেকেছে আম গাছেতে
হলুদ রঙে ওই,
গাছে গাছে ফল ঝকমক
ফেলছে পাখি খই।


ডাকছে কত কোকিল-শালিক
কাটছে সময় ঠিক,
মৌ মৌ মৌ গন্ধ সবই
আকাশ চারিদিক।


মেঘের তড়িৎ দূরের পানে
কাটছে যেন ফেজ,
পাতার ফাঁকে বুলবুলিটা
নাচায় তারই লেজ।


নাড়ছে মাথা সতেজ ফুলে
বাতাস লেগে ঢেউ,
হঠাৎ প্রেমের উষ্ণ পরশ
দিচ্ছে যেন কেউ।


বিকাল হলেই দূর আকাশে
যায় পাখিদের ঝাঁক,
ঘাট পেরিয়ে মাঠ পেরিয়ে
শঙ্খ নদীর বাঁক।


বন-কাঁঠালে সবুজ আঁচল
হলুদ পাতার খাম,
গাছের ডগায় ঝুলতে থাকে
ভ্রমর কালো জাম।


রোদের ভাঁপে পাকছে গাছে
ফলগুলো সব লাল,
ফলের ভারে পড়ছে ওদিক
নুয়ে লিচুর ডাল।