একাত্তরের সেই ঘটনা ভুলতে বলো পারি?
মানুষগুলোর হা-হুতাশে বাতাস ছিলো ভারী।
তার ভেতরে মা-বোনেরা কষ্টে ছিলো বেশী,
দেখলে যেন পাক হায়েনা ফুলতো ওদের পেশী।
শিশুর সাথে খেলতো নাকি দেহের পরে উঠে,
পূর্ব বাংলার যা কিছু সব নিতো আবার লুটে।


খুন-ডাকাতি-রাহাজানি করতো আরও চুরি,
অর্থ-সমাজ-রাষ্ট্র পেতে কত বাহাদুরি।
সংগ্রামী লাখ জনতারা প্রতিবাদী মুখে,
ওদের অসৎ উদ্দেশ্যটা দিয়েছিলো রুখে।
বাইরে এলো ঘরের থেকে লক্ষ মায়ের ছেলে,
বিজয় নিতে দিয়েছিলো রক্তগুলো ঢেলে।


দু'হাত পেতে আজও বসে ছোট্ট নদীর তীরে,
সোনার ছেলে মায়ের কোলে আসবে কবে ফিরে।
ছা হারানো ব্যথায় মায়ের  বুকটা পাথর শোকে,
একাত্তরের দুঃখগুলো জল এনে দেয় চোখে।