আমার পকেটে প্যাকেটভর্তি বেদনা-
বাজার করার মানে আগুন ঢেলে দেয়া-পকেট বেয়ে নেমে আসে নিষ্ঠুর দুর্ভিক্ষ।
বাজারের সবুজপাতা শাকে ত আগুন লাগতে পারে না!


যখন থলে এগিয়ে ধরি
হাহাকার করে হাতের আঙুল আর কপালের ভাঁজ
আমার পকেটের চারপাশে ঘোরে শুধু মুঠো মুঠো মেঘ
আর রক্তপাতহীন দ্বন্দ্ব।


পকেটে পয়সা ছাড়া প্যাকেট ভরে গেলো লাল গাজরে
পাজরের পাশে পকেট হাসে শূন্য ব্যস্ততায়
আমার উপহাসে কাঁদে আমার কলিজা


তারচেয়ে পকেটহীন প্যাকেটে কিলবিল করুক ভেতরের নরম অশ্রু