জীবন যখন কুয়াশায় অনুজ্জ্বল
মা-মাটি নিখাঁদ আমলনামা টানাটানি করে
আর ফেঁপে ফুলে ওঠা নদী
গর্ভপাত করে
তখন ডলফিনের রং আর নীল থাকে না
আর নীল থাকে না


উল্কা থেকে থামা বর্ণিল ঝালর
যদি ভূপৃষ্ঠ ছুঁতে চায়
তবে বুঝে নিতে বোঝা হয়ে যাবে
বুকের শক্ত আসন


এরপর অগ্রীম ছুটেচলা উপেক্ষা
নরম জলের পৃষ্ঠের খোঁজ করে
যেন এরা পাহাড়ি জলকাক