আমি ত সময় খর্চা করে আনি জ্যাম ঠেলা জমাট দুপুর!


পালাই-ভৌতিক বিশ্বাসের হাত ধরে, আর রাতের ঢেলে দেয়া দ'তের কালিতে লিখি মহাকালের নিরঙ্কুশ ভাবনা-
জীবন যেখানে যেমন।


শুকনো পাতার এপিঠে ভরা ক্লান্তি আরপিঠে দুমড়ানো দাগ
যদি সূর্যোদয়ের লিরিকে বুকের উষ্ণতা বাড়াতে পারে
তবে আমি হিমালয় চূড়োয় লিখে দিতে পারি
রৌদ্রের এপিটাফ-


তবু উত্তপ্ত ক্যামেরায় নামে কালির অনবরত হাহাকার- সমূহ সংকট।  
আর ক্লিকে উঠে আসে
তলকভাঙা তাজা অন্ধকার!