জোনাক জ্বলা আগুনে যদি আকাশটা পুড়ে ভস্ম হতো
তবে তারার ঝলমলে বেদনা কালো মেঘের দেয়াল টপকাতো না
শুধু শুধু জীবনের গল্পরা জোনাকির বিশ্রী সুখে মাথা পাততে উদাস হয়ে যায়
আর শংখলতা চূর্ণ ডগা রৌপ্য খাওয়ার উন্মাদনায়
তেজ হারিয়ে বিকল রোদে তাস খেলে
তখন অমাবস্যার শরীরে নির্ভেজাল সুর ভেসে আসে
বিন্দু বিন্দু কালো রাত্রির নিষ্পাপ প্রেম ফোটে
বটপাতার মুকুল হয়ে
কেনো তবে অধীর হলাম জোনাকির মুন্ডু খাবো বলে!