থেকে থেকে উঠছে কেঁপে
পায়ের তলার মাটি,
ওই ওখানে আছে অনেক
হানাদারের ঘাটি।


ইশকুলের ওই ছাদ উড়িয়ে
গ্রামের পরে গ্রাম পুড়িয়ে
ধরলো মায়ের বেনী করা
চুলের গোছার মুঠি
ভুতের মতো গোঁফ পাকিয়ে
ধরলো চেপে বন্ধু আমার,
রাজের গলা টুটি।


যুদ্ধ এখন বেঁধেই গেলো
যুদ্ধে যেতে চাই
জবাব নেবো অপমানের-
অস্ত্র কোথায় পাই!