বাড়ির পাশে একটা গরু
কুস্তি করে ভালো,
ওই গরুটা মাগো তুমি
আমার বাড়ি পালো!
বললে এসব হঠাৎ যেন জাগো
আবার কেনো, যুদ্ধ বলে ভাগো!


যুদ্ধ কি মা, মজার কিছু খেলা,
নাকি! গরুর শিং উঠিয়ে ফেলা।
যুদ্ধ কি মা, সঙ্গে থাকে
সব সময়ের সাথী,
নাকি, গাধার জোড়া পায়ে
ঘোড়ার মতো লাথি!


এসব শুনে মাগো কেনো
অমন করে হাসো,
আবার আঁচল মুখে পুরে
চোখের জলে ভাসো!
যুদ্ধ নাকি আমার ভা'য়ের বুকে
গভীর ঘুমে আছে কোথায় সুখে!


যুদ্ধ কেঁড়ে নিয়েছিলো
তোমার ভা'য়ের দেহ,
সেই যে কোথায় হারালো তার
পেলোনা খোঁজ কেহ।
তাই নাকি মা! চাই না সেটা তবে
বলো মাগো-
ভাইটি আমার আসবে ফিরে কবে!