ধুমকেতু হবো বলে, এক তারল্য সংকেতের বাইরে
চেতনাত্মক নজর ছেড়ে দিলাম
হেঁটে হেঁটে উড়ন্ত অক্ষর ছোটানো দেখে একদা ভাবলাম
সেই সোনালী দাঁড়কাক চিলের পিছু আজও ছুটছে...


তারপর কেটে গেলো কিছু
বিধ্বস্ত সময়


ডানাকাটা ময়ূর হবো- বলে, মেঘের উঠোন চিরে বের করলাম অনিকেত কক্ষপথ


তখন কচ্ছপের মতো জিহবা ঠেলে এলো
এক পিরিচ সংগীত


ধুমকেতু ধুঁকছে আর্গন পিপাসায়
আমি তখনও যুক্তাক্ষরের তালিকা বানাতে উদ্যত হলাম