অগভীর প্রেম যেভাবে ফিনিক্স হয়ে যায়
আমিও একদিন মাতাল বাতাসের রাজসাক্ষী হয়ে
দুরন্ত আকাশে মিলে যাবো
কিংবা কোরাস ডানায় আতসি কাঁচে ফ্রেমবন্দী হয়ে থাকবো জানালার হুড়কিতে
সেদিন আমার দুঃখ আর হতাশাগুলো রৌদ্রস্নাত হয়ে ধোঁয়াশার কুয়াশায় মিলে যাবে


তারপর একদিন এভাবে কেটে যাবে, শ্বাপদ সময়
বিভেদতল ঘেষে আশ্রয় নেবে
আস্তিনে আঁকা বুনোফুল
বাতাসের ডানাভাঙা ঝাটুনি নিয়ে যাবে
অকাট নীল জ্যোৎস্নার দিকে


অবশেষে
অদূর আকাশের কিনারে নাই হয়ে পড়ে থাকবো
ইশারার চাতক চাহনীতে
জুলেখার আশিক হয়ে