অন্ধকারের জ্যাম ঠেলে যেই
ফুটলো ভোরে রবি,
কা কা ডেকে কাক বলে দেন
সে যে  মহান কবি।


কাকের গলায় লালচে পালক
দেশের পাখির গানের চালক
ভোর হতেই দেন ডাক
চটুল সুরে কান গেলো রে
এবার না হয় থাক।


অন্ধকারের চামড়া ফুঁড়ে
উড়ে এলেন কাক,
হতেও পারে কাক সে মহান
সিঁটকিয়ো না নাক।