জ্বলে যেমন রাতের তারা
সান্ধ্যকালীন ফুল
আমার চোখে ঠিক তেমনই
জীবন্ত নজরুল।


কাজী যখন ঝলকে ওঠে
সৃষ্টি যত গানের ঠোঁটে
বেরিয়ে আসে সুর,
মাটির দেহে তখন আমার
আর লাগেনা হুর!


নজরুলেরই জীবন ছিলো
দুঃখ, জ্বরা, সুখ
সৃষ্টি তাঁরই দেখলে ভাবি
সেদিন দেখা মুখ।