দীঘির জলে ঢেউ টলোমল খেলে কানাপুঁটি
মাছপরিদের মেয়ে তখন করে ছুটোছুটি।
একদিন কি হলো জানো-
কানাপুঁটি খেলতে গিয়ে
করছিলো গুণগুণ,
আনমনা সে মাছের মেয়ের লাগলো গায়ে ঠুন
মাছপরী আগুন!
কানাপুঁটি থরোথরো লুকোয় গিয়ে খাদে
আর ওদিকে মাছের মেয়ে মায়ের পাশে কাঁদে!


আদেশ হলো- কই বাবাকে, তুখোড় সেনাপতি
বললো, "দেখো আমার মেয়ের কে করেছে ক্ষতি!"
হুংকারে তার কাঁপলো স্বজন
সৈন্য নিলো সাতশো ডজন
ছুটলো ঘোলাজলে-
তীর ধনুকে বাঁধলো খেলা শান্ত দীঘির তলে
লাশ হয়ে সব ঢলে!


একটা নিছক খেলা নিয়ে দীঘি যখন কাতর
ছোট্ট খুকু এই কাহিনী শুনে হলো পাথর!