খোকা বলে টিকটিকিরে
কোথায় তোমার ঘর,
টিকটিক টিক শব্দে জানাও
কী যে করুণ স্বর!


তোমার গলা বেজায় কড়া
শব্দ শুনে যায়না পড়া


কেমনে তুমি চলছো ছুটে-
করো যে ঠকঠক,
তেলতেলে ছাদ কেমনে তোমার
আঁকড়ে রাখে নখ!


তুমি আমার বন্ধু হবে?
ছুটির দিনে কথা কবে?


লাফ মেরে সব পোকা ধরো
কেমন করে খপ্,
আয়েশ করে মাথা ঝেঁকে
গিলছো তা গপগপ।