ভোরের আলো আকাশ জুড়ে
জানলা দিয়ে ঢোকে,
ঘুমে বিভোর খোকন সোনার
পড়লো আলো চোখে।


পলক মেলে হঠাৎ কিছু
যাচ্ছেনা তাই বলা,
ঈদের দিনে কর্কশে ডাক-
মায়ের কঠিন গলা।


ধড়ফড়িয়ে উঠেই খোকন
গেলো ঘরের কোণে,
আনমনা এক সুরের পরশ
ঠিক তখনই শোনে।


দুই পা দুলে তড়িৎ বেগে
আসলো সে ঘর ছেড়ে,
বন্ধুরা তার সঙ্গী হলো
হাত দুখানা নেড়ে।


সবার সাথে ঈদানন্দে
নেইতো খোকার হুশ-ই,
উড়ন্ত মন পাখনা মেলায়
সবুজ সবুজ খুশি।