ওইপারে গরু চরে
এইপারে ঘাস,
মাঝখানে চুনোপুঁটি
করে বসবাস।


নদীতীর বেঁয়ে ডাকে
বড় কোলাব্যাঙ,
অতি কাছ থেকে দেখে
ছাগলের ঠ্যাং।


ব্যাঙ খাবে ছোট ছোট
ধলা-মলা মাছ,
কাটে বেলা এইখেলা
নীচে কলাগাছ।


গরু-মোষ পাশে থেকে
করে লাফঝাঁপ,
খুকু গালে দিয়ে হাসে
কলমের খাপ।


ব্যাঙটারে নিয়ে গেলো
বড় এক ঢেউ,
তাই দেখে হাসে খুকু
দেখ দেখ কেউ।