ঘরের ভেতর তাদের ভীড়ে
আর তো থাকা যায় না
হ্যালো হুলো কোথায় তুমি
দাও কথাটার সায় না!


কুটলো টুপি কুচিকুচি
শেষ করেছে ইঁদুর মুচি
ইশকুল ব্যাগের দড়ির সুতো
কাটলো সাধের মোজা জুতো
আরও কাটলো টেবিল পড়ার
কাটলো বাবার বইটা ছড়ার
ছাড়ালো সে চিটা ধানের
রাজত্ব তার সকলখানের
সকল ঘরের কোণের
হ্যালো হুলো আসবে পরে
এক্ষুনি এই ফোনের।


আসছি খুকু বলো বলো
বাড়ি কোথায় তোমার
চাতরা গাঁয়ে আমার কুটুম
চিনো নাকি সোমার?
ওহ্ হো সোমা বোন সে আমার
এই বাড়িতে এলে
ইঁদুর দিয়ে নাস্তা দেবো
খুশি হবো খেলে।