কী যেন নেই!
চৈতালী রোদে অক্সিজেন শূন্য হয়ে যায় প্রকৃতি,
ঘাসমরা সাদা পালক যেন মজনুর প্রেম-
ভালবাসতে বাসতে... নিজেই একাকার,
নিঃশেষ জীবনের সজিব কোষ-
ডানাভাঙা কবুতর কাঁচা রোদ মেখে
ভুল দেয়ালে পালক ঘষে..
স্বপ্নেরা বেঘোরে ঘুমোয় পলাশ তুলোর নরম বালিশে
রাত আসে জোনাকির পাখায়; চাঁদের পালকি চড়ে,
ডানপিটে ডাহুকের ডিম ফুঁড়ে আকাশ জাগে;
গভীর আঁধার ঢেকে দেয় ভূ-গোলকের পিঠ  
মশার ঝুমঝুমি ঘুমের গান শোনাতে বাধ্য করে,ঘুম আসেনা
চাঁদের আলো কে দেখলে মনে হয় বেতস বনের চুল-ছেঁড়া পুতুল;
নির্ঘুম রাত জ্বলন্ত চোখ পর্দা ছিঁড়ে আনে
সবুজ সকাল।
নগর-গ্রাম জাগে মাতাল বাতাসের ছন্দে
আমি পড়ে থাকি এক আকাশ দীর্ঘশ্বাস নিয়ে-