হিমালয়ের বাতাস এসে
বাড়ালো কী শীত!
গর্তে থাকা কুনোব্যাঙটা
হয়ে গেছে চিৎ।


শিশিরগুলো কানায় কানায়
কুয়াশাকে আরজি জানায়
মাস্তুলে তার ফড়িঙছানার
পেট ভরেনা সবুজ খানার
তারপরও কী শীত
গায়ের সবুজ যাচ্ছে হয়ে
কেমন যেন পীত!


গান হারালো পাখির ঠোঁটে
উড়তে গেলে পাখনা ওঠে
বেশী শীতে শরীর ক্ষত
মানুষ গরু কতশত-
কাতরে ওঠে মাছ
পাতা ছেড়ে ঠাঁই দাঁড়িয়ে
নানান রকম গাছ।


অতিথি সব পাখি এসে
মজায় আমার দেশ
এই যে শীতে লেপের ভেতর
মজে আছি বেশ।