রংপেন্সিল হারিয়ে গেছে, না-না তুলি, পেন-
হারিয়ে গেছে গেঞ্জি-জামা খুকুর দামী চেন!
হারিয়ে গেছে ওসব কিছু! না-না ওসব না-না
তোতা পাখি হারিয়ে গেছে? ফুটফুটে তার ছানা!


আরে আরে এসব না তো কী যে বলেন সব
তবে তোমার কী হারালো! তোমার অনুভব?
কী কী তোমার হারিয়ে গেছে, খারাপ কেনো মন!
হারার কথা ভেবেই নাকি আঁকতে হবে বন!
তবে তোমার কী হারালো, কী হারালো কও
কী কারণে হারার শোকে মুখটা গুঁজে রও!


এসব শুনে গলগলিয়ে উঠলো যখন চোখ
রাসেল হারার অশ্রুগুলো পড়ছে অপলক।
সব শিশুরা খেলছে মাঠে রাসেল সোনা কই
দেখতে তাকে ওই আকাশে শুধুই চেয়ে রই!