কদমফুলে জল টলমল
ঝরে ফোটায় ফোটায়,
পানির রসে ভিজলো পাতা-
বৃন্ত থেকে বোঁটায়।


ভিজলো মাটি ভিজলো দু'পা
উঠলো ভিজে মনে,
আকাশ থেকে পানির ধারা
পড়ছে বনে বনে।


কদম-কেয়া বৃষ্টি ভিজে
চাপুর-চুপুর চুপ,
পদ্ম ডাঁটায় লালচে বিলে
খুলছে দারুণ রূপ!


রূপের ধারা যাচ্ছে বয়ে
আমার ডানে-বামে,
বৃষ্টি ফুলে লিখছে চিঠি
সবুজ পাতার খামে।