কলিম চাচা পান্তাভাতে
পেয়াজ খেতে যায়,
কাঁচামরিচ মুঠোয় পুরে
গাপুসগুপুস খায়।


একগালে নেয় কলিম চাচা
চারটি মরিচ ভাতে,
পান্তাগুলো সকালবেলা
আছড়ে পড়ে তাতে।


চাচী ওদিক পেয়াজ বাঁটা
ফোটায় ফোটায় ঢালে,
রক্তগরম চক্ষু চাচার
পেয়াজ কাটা ফালে।


এত্তভাতে একটি পেয়াজ
চার একাংশ রসে,
মন ভরেনা; চাচীর তখন-
মারতে আসে কষে।


একটা মরিচ একটা পেয়াজ
একগালে সে ধরে,
গপ গপাগপ গিলতে থাকে
চাকুমচাকুম করে।


কিন্তু পেয়াজ রসে কি আর
পেট নাকি তার ভরে,
চাচীর ওপর রাগ করে তাই
হুমড়ী খেয়ে পড়ে।


'কেনো পেয়াজ রস করেছি'
চাচী বলে- জানো!
পেয়াজ ঝাঁজে বাজার গরম
আমায় কেনো টানো?