চলছে ভেসে কচুরিপানা
নদীর কিনার বেয়ে,
ভেসেই চলে জীবন ভরে
দেশ-বিদেশে ধেয়ে।


কলমিলতা ভেবে সেদিন
বলল মনের কথা,
তুমিতো ভাই সারাজীবন
থাকো যথাতথা।


আমার জন্য একটু দয়া
করতে পারো তুমি,
আমাকে নাও সাথে তোমার
দেখবো স্বদেশ ভূমি।


দেখবো কেমন দুনিয়া জুড়ে
বন্য লতা ভাসে,
কোন জলেতে কোন ফুলটি
পাপড়ী খুলে হাসে!


দেখবো কেমন ঝর্ণা কাঁদে
পাহাড় ঢালে বেঁধে,
ছলাৎ ছলাৎ ঢেউ দুলুনি
দেখবো আমি সেধে।


দেখবো আকাশ বৃষ্টি হলে
কেমন করে কাঁদে,
সাগর মাঝে পাহাড়ী ঢল
দেখবো রূপো চাঁদে।


বন্ধু তুমি নাওনা আমায়
ভাগটা নেবো আধা,
আমার মনে কষ্ট অনেক
আমিযে তাই বাঁধা।