উড়তে পারে কোন পাখিটা
টুনটুনি না চড়ুইপাখি
শালিক, টিয়া, ময়নাপাখি
গাইতে পারে, এরাই নাকি!


উটপাখি আর প্যাঁচার চেয়ে
হাঁটতে পারে সে কোন পাখি,
ওড়ার যতই পাখনা থাকুক—
হাঁটে পায়ে মদনটাকই।


দেখতে ভালো কোন পাখিটা
দোয়েল, কোয়েল, তোতাপাখি,
কোকিল যখন সুর ছেড়ে গায়
তুমি তখন স্রোতা নাকি!


চারিদিকে পাখির ওড়া
ঘোড়ার মতো ছুটে চলে
কোন পাখিটা ঠোঁট নেড়ে খুব
তোমার মতো কথা বলে!