শিশিরজমা শিরশিরানি নেচে ওঠে ঘাস
নদীর ধারে তুলো ছড়ায় পেখম খুলে কাশ।
নীল রঙা ওই আকাশখানি ধারণ করে মেঘ
সাদাসাদা পালকি চড়া তুলতুলে তার বেগ।


সকালবেলা লালচে রঙে সূর্য রাঙায় মুখ
লজ্জারাঙা খুকুর মতো টুকটুকে টুকটুক।
মাঝেমাঝে হালকা বাতাস ফিরফিরে ফিরফির
সেই বাতাসে আগমন হয় পক্ষী অতিথির।
পক্ষী আসে লক্ষী আসে দলবাঁধা সব দল
আকাশপথে ছড়িয়ে পড়ে রঙবেরঙের চল!


নরম রোদে জ্বলে যখন সূর্যমুখী ফুল
গোলাপ-গাঁদা করে তখন বাগান হুলস্থুল!
কিসের ছোঁয়ায় প্রকৃতিতে নড়ে ওঠে ভিত
বরফ যেন আকড়ে ধরে কনকনে-কন শীত।