ভোগে নয় ত্যাগে সুখ মন দেয়া ত্যাগে
মন কেনো যাস তবে ভোগ করা ব্যাগে।
ওরে মন তোরে বলি
কার পথে যাস চলি
দিনদিন নীচে
ভালো হতে গিয়ে তুই নেমে গেলি পিছে।


কোরবানি দিবি, বেশ ফুরফুরে মনে
মাথা আজ উচু, লোক তাই তোর গোণে।
দামী-বড় পশু কার
উচু মন মানে হার
তর্কে সে নেমে
এইভাবে যায় বোকা বিনা কাজে ঘেমে।


কোরবানি দিবি মন মুখ বুঁজে থেকে
এইভাবে রাখ্ মন ধুয়েমুছে রেখে
ভেঙে ফেল রাগদ্বেষ
মন্দ যা কর শেষ
আজ থেকে হেসে
তবে হবে পরিণত স্বর্ণালী দেশে।