নীরবে আমার শব্দের মিছিল
লিকারওয়ালা চায়ে হাসে
হাঁসের পা ভাঁজ করে দুর্গম আকাশ
চাপ চাপ অশ্রু লিখে দেয়
চড়ুইপাখির মায়ার সংসারে
কে আমি- অনাহুত নাবিক
ল্যাম্পোস্টের আলোয় সাজানো
অর্ধেক আয়ু
দিনের নীলবাতি রান্না করে
অপেক্ষা করে আরেকটি আধার
কুসুম ডিনারে টিকটিকিরা
সঙ্গী হয় নিশ্বব্দ রাতের