ভাব দেখে তার যায়না বোঝা
লাড্ডু মামা কেমন সোজা
লিখতে গিয়ে কানে রেখে
হন্যে হয়ে কলম খোঁজা।


খায় সারাদিন লাড্ডু কিনে
হাত লাগিয়ে মুড়ির টিনে
ভোর না হতেই স্কুলে যায়
শুক্রবারে ছুটির দিনে।


লাড্ডু মামার স্বভাব ভালো
দিনের বেলা জ্বালায় আলো
চোখ খুলে সে ঘুমায় দেখো
আর লাগেনা রাতের কালো।


পকেট ভরে যায়না থাকা
বের করে নেয় বাবার টাকা
দোকান গিয়ে খাবার কিনে
পকেট দেখে তলায় ফাঁকা।


আনবে অনেক খেলনাগুলো
ভুল করে সে আনলো মুলো
এমনি করে সব ভুলে যায়
লাড্ডু মামা বড্ড ভুলো।