ল্যাম্পোস্টটি ওখানেই দাঁড়িয়ে আছে
যেভাবে আকাশের চাঁদ দাঁড়িয়ে থাকে
জবুথবু ঘাটে
কালো তুলো গুঁজে কান ঢেকে রাখে
ভয়ানক চোখ
আর অহংকারের শাখায় নেচে ওঠে
কাকের টোপর
তখন আকাশে মেঘের গুমোট ধোঁয়ায়
ঝাপসা হয়ে ওঠে প্রকৃতি
অথচ মাছরাঙার ঠোঁটে ঝোলে শাদা পুঁটিমাছ


যেহেতু অন্ধকার সবসময় আলোর গাঢ় রং
ফিঙের পালকে জ্বলে হীরের ছবি
তবু ল্যাম্পোস্টটি অগভীর স্রোতে ঠেলে দেয়া যায় না
সে তো নিংড়ানো কালিকে সাজায় সাতরঙে...