হাইত্যি ছাবাল হোলি রে তাও
পট্টি শেকলি নি,
তোর বয়েসের সোবাই পড়ে
চ্যায়ি দেকলি নি।


খাতায় লিকি অ্যাক প্যায়িছে
উগা বাড়ীর নুরু,
তুইতো কেবুল আশি পালি
হুয়ি গিলি বুড়ু!


নূরুর মতন খারাপ ছাবাল
ফাস্টো হুলু দ্যাখ,
তোর মতন ও পড়ে না তাও
ঐতি যে পায় অ্যাক।


মা, তুমি আর ক'বা নাতো
নূরুর কুতা ফের!
ছারের লাটি খ্যালু ক্যানো
খাতায় লিকি ঢের?


ছারতো আমার আদর করে
হইচি আমি ফাস্টো,
নূরু,নফি সবাই হুয়িচ্
আমার চ্যাকি লাস্টো।


-বাদ দে রে, তোর ছারের কুতা
অ্যাতো ক্যানো পালি!
ফাস্টো হলি কেউকি রে পায়
হ্যাতো নম্বর তালি!


#শব্দটীকা


হ্যাত্যি ছাবাল-বড় ছেলে
হোলি-হয়েছিস
পট্টি-পড়তে
শেকলি-শিখলে
নি-না
সোবাই-সবাই
চায়ি-চেয়ে
দেকলি-দেখলে
লিকি-লিখে
এ্যাক-এক
প্যায়িছে-পেয়েছে
ওগা-ওদের
কেবুল-কেবল
পালি-পেয়েছিস
হুয়ি-হয়ে
গিলি-গিয়েছিস
বুড়ু-বুড়ো
মতন-মতো
ছাবাল- ছেলে
ফাস্টো-প্রথম
হুলো-হয়েছে
দ্যাখ-দেখ
ইট্টু-একটু
শ্যাখ-শেখ
কবানাতো-বলোনা তো
কোতা-কথা
লাটি-লাঠি
খ্যালু- খেলো(খাওয়া)
হইচি-হয়েছি
হুয়েচ-হয়েছে
চিকি-চেয়ে
লাস্টো-শেষ
পালি-পেয়েছিস
হ্যাতো-এতো
তালি-তবে