বোয়াল মাছের চোয়াল বড়
করাত মাছের ঠোঁট,
চিতল মাছের পীতল গায়ের
আঁশে আঁশে চোট।


ট্যাংরা মাছের ল্যাংড়া কাটা
ভীতরমুখে ধার,
বলো দেখি- দাঁড়ি আছে
মাছের ভেতর কার?


ভেটকি মাছের পেট কি বড়-
লম্বা মুখের শোল,
মিনারকাপে বীনা'র বাজনা
পেটটা যেন ঢোল।


বেলে মাছের ফেলে আবার
উঠলো জলে ঢেউ,
খলসে মাছের কলসে মুখে
বড়শি ফেলে কেউ।