মাগো বলো-ওই আকাশে
চলছে ধিকিধিকি,
রাতের আকাশ কেমনে করে
জোনাক ঝিকিমিকি।


দিনের আকাশ ধুসর এমন
এই যে আধার-আলো যেমন
হঠাৎ জমাট মেঘ,
দূরের গায়ে দৃষ্টি দিলে
যাই হারিয়ে আকাশ নীলে
দখিন বায়ুর বেগ।


আম্মু বলো পাখির ডানা
কোথা যে যায় নাম না জানা
আকাশ জুড়ে মাঠ,
গাছের ডগায় হাজার ফুলে
উড়ছে মাছি আত্মভুলে
অপর ডালে ঘাট।


সবার চেয়ে মধুর আমার
বাংলা মায়ের মুখ,
মাগো কোথায় তোমায় ছাড়া
পাবো এমন সুখ!