তোমার জন্য একলা লাগে
প্রাণটা আমার কাঁদে,
তোমায় ছেড়ে মাগো আছি
ইট-শহরের ছাদে।

চিন্তাজুড়ে ভেবেই কাটে
তোমার কথার স্মৃতি,
তোমার সাথে মাগো আমার
নাড়ীর বাঁধন প্রীতি।

আমি হলাম আদর গড়া
তোমার ছোট্ট ছেলে,
সেই আমি আজ থাকছি দূরে
তোমায় একা ফেলে।

জ্বলছি বুকে ব্যথায় মাগো
জ্বলছি কত দিন যে,
তোমায় ছাড়া ঘুমহারা চোখ
রাত্রি নিদ্রাহীন যে!

সেজে আছি আসব বাড়ি
যেদিন হবে ছুটি,
ভালো থাকার দোয়া করো
হাততুলে মা দুটি।