মালিক তুমি বিচারপতি
করি মুনাজাত
পাপ কালিমা মুছে দিও
আমাকে নাজাত।।


জমিন তোমার আকাশ তোমার
সাগর নদীর ঢেউ
তোমার হাতের সৃষ্টি পেয়ে
হয় যে নত সেও।।
কুন বললেই সব হয়ে যায়
ভাগ হয়ে যা চাঁদ।।ঐ


তুমি বললে সব হয়ে যায়
ফুল হয়ে যায় বন
বনের ভেতর ফুলে মধুর
হয় যে আয়োজন।।


পাখির গানে আখির টানে
ঝলমলানো রেশ
তোমার এত নাজ নিয়ামত
হয় না তো এর শেষ।।
সব পেয়েও নেই শুকরান
গোনাহমাখা হাত।।ঐ