খুশবু ছড়ায় হাঁটলে পথে
নুইয়ে থাকে শির,
হৃদয় কোমল কুসুম সমান
প্রিয় নবীজীর।


তাঁর পরশে আগুনlল নিভে
পানি হয়ে যায়,
বনের হিংস্র পশু সেও তাঁর
সঙ্গ পেতে চায়।


তিনি ছিলেন বিশ্বের সেরা
বীরের চেয়েও বীর,
আবার কোমল হৃদয় আমার
প্রিয় নবীজীর।


থাকতো ঠোঁটে মায়ার ছবি
মুচকি হাসির রেশ,
ফুল-পাখি আর বাগানগুলোর
জাগতো পরিবেশ।


তাঁর চরিত্রের নেই তুলনা
একটু-ও নেই খুঁত,
তিনি হলেন বিশ্বনবী-
মানবতার দূত।