খুব খেটেছি এবার আমার
মা হবেরে তুষ্টি,
মাথার ভেতর কেমন করে
হয়ে গেছে পুষ্টি।


ফুল তুলেছি ফসল ক্ষেতের
ফুটেছে যা সদ্য,
পটল,বেগুন হরেক ফুলেই
ঘর করেছি বধ্য।


ক্ষেত জুড়ে যে আলুর গাছে
হয়েছিল জঞ্জাল,
সাফ করেছি দু'হাত দিয়ে
এসব হলো বন ডাল।


মা কেন এই যখন-তখন
আমায় শুধু বকে,
আজ আমি যা করেছি তা
সবাই যাবে ঠকে।