মাইরা সোনা মাইরা
একটু আসি নাইড়া
চটরপটর কথা বলে
মনটা নিলা কাইড়া।


সকাল থেকে দুপুর
পায়ে বাজে নূপুর
মুক্তো মুখের, পড়ছে ঝরে
হয়ে যেন উপুড়।


মিষ্টি কোমল ঠোঁটে
কথার জাদু ওঠে
তারসাথে আর কথা বলে
কেউ পারে না মোটে।


মাইরা পাখি মায়রা
বাকুমবাকুম পায়রা
কেউ পারেনা এই মেয়েটার
সঙ্গী হতে ছাইড়া।