মেঘের পরে মেঘ চলেছে ডাইনে বায়ে সরে
কোনোকোনো মেঘ রয়েছে অনেক সমাদরে।
কোনো মেঘের কান রয়েছে নীচের দিকে ঝুলে
কোনো মেঘের গর্জনে কেউ চমকে ওঠে দুলে।


মেঘের সারি এলো মিছিল আকাশজুড়ে ঘোরে
মাতাল হয়ে মেঘরা নীচে আছড়ে পড়ে জোরে।
কোনো মেঘের কালো শরীর হাতির মতো পুরু
কোনো মেঘের গলার স্বরে কাঁপ হয়ে যায় শুরু।


মেঘের আচার বোঝা যে দায়! গোঁত্তা খাওয়া ঘুড়ি,
কল্পনাতে কোনো মেঘের উপর দিয়ে উড়ি।
কোনো মেঘে আলো হারায় ছোট্ট-বড় ঘরে
বর্ষাকালের এসব মেঘে বৃষ্টি শুধুই ঝরে।


বৃষ্টি ঝরে ঝরেই চলে মুষলধারে নামে
বৃষ্টিমেয়ের রাগ দেখেছো! অনেক পরে থামে।
বৃষ্টি ঝরার ফাঁকে ফাঁকে কদমকেয়া ফোটে
জীবন যেন পুরনো থেকে নতুন হয়ে ওঠে।