অভিমান করলো মেঘ!
বড়ই বেমানান!
যার পুরো শরীরজুড়ে যখনতখন ফুঁসতে থাকা আবেগ
তাকে অভিমান মানায় না


যার বুকে গর্জনশীল মেঘমালা সৃষ্টি হয়
তার কাছে গেলে দশ নং মহাবিপদ সংকেত দৃঢ় হয়


এমনিতে মেঘের শরীরে থাকে অজস্র জলকণা; শীতল করতে পারে সবকিছু
কিন্তু তাতে থাকে এত অভিমান! এত মায়াজাল! নাকি স্ফুলিঙ্গ কেটে বানানো তেজ; নাকি প্লাবন!


মেঘতো সৃষ্টিতেও কাজে লাগানো যায়


আমি তার সাথে টিকতে পারিনা


-বিপদচিহ্নের মাঝে আছি; আশ্রয়কেন্দ্রের খোঁজে সময় যায়, বিপদ কাটে না!