কতদিনের পুরোনো এ মহাকাল-
ঘোড়ার ক্ষুরে ধুলো মেখে টগবগ টগবগ টগবগ...
ছুটে চলা-
উড়ন্ত শব্দেরা কানে ভাসে
এ যেন ডানাওয়ালা দুরন্ত চিল!


তারপর থামে-
নৈঃশব্দেরা ঘুম ভাঙায় অন্ধ সভ্যতার, ঘোৎ ঘোৎ করে
চুলের খোপা থেকে নেমে আসে
ব্লাক মাম্বা- গ্রাস করে পৃথিবী


চিল আসে ঘোড়া যায়-
ফিরে আসে শান্তি, সাম্য,
নীতিহীন অনৈতিকতা
শহরে ভাসে ভয়ানক ডায়নোসরের জিভ!
গ্রামে ওলাওঠা, বুনোহাঁসের গোঙানি


একসময়
সূর্যের কুসুম গলে ঝরে পড়ে সুখ
চাঁদের উঠোন ঝলকে ওঠে
তুষার বেদনা


বয়ে চলে মহাকাল-