মনে আমার সন্ধ্যা-সকাল চপল সুরে বাজছে রে,
সারাদিনে তেপান্তরে যায় ছুটে তার কাজ ছেড়ে।
বিন্দু থেকে সিন্ধু গড়ে মনের ভেতর কল্পনা,
পলকে এই বিশ্ব ঘোরে অনেক বেশী, অল্প না।


চাঁদের পাশে তারা হয়ে মনটা আমার জ্বলছে রে
সূর্য যেন তখন দিলো নিজের যত বল ছেড়ে।
মনের ভেতর মনটা আমার টগর বগর ফুটছে রে,
অদম্য এই সাহসী ঢেউ ঝলকে ঝলকে উঠছে রে।


ঘরের ভেতর পালোয়ান হই মনটা ঘরেই বাঘ মারে
কিন্তু সবার সামনে এলে ভয় সীমানার দাগ ছাড়ে।
মনের ভেতর রঙধনু রং একলা একা বাইছে রে,
কতশত গান এখানে নিত্য নতুন গাইছে রে।


মনটা আমার সন্ধ্যা-সকাল পাখির মতো উড়ছে রে,
কল্পনাতে যায় হারিয়ে অনেক অনেক দূর ছেড়ে।