মনে মনে বলছে সবাই মোরগ এবার থাম-
আওয়াজ শুনে ভুলে গেছি নিজের আসল নাম!


একটি ঘরে একটি মোরগ, তিনটি মুরগী-হাঁস,
মোরগ ছিলো মালিক তাদের আরগুলো তার দাস।
মাঝে মাঝে গলাচিরে বেজায় দিতো হাঁক,
শুনে সবার হ্যাঁচো উঠে থুবড়ে যেত নাক!
কুক্কুরু ডাক বিশাল আওয়াজ বাজতো বুকে ধুম,
সেই আওয়াজে পাশে সবার উবেই যেত ঘুম।


আদেশ জারি- "আমার মতো দিতে হবে ডাক"
তা-না হলে লম্বা নখে ধরবো চেঁপে নাক।
কুক্কুরুকু ডাকলো মুখে খ্যাকখ্যাক্ খ্যাক্ খ্যাক্  
গলা থেকে আসছে ঠেলে প্যাঁকপ্যাঁক্ প্যাঁক প্যাঁক্।
মুরগীগুলোর একই আদেশ- খোলরে সকল জট,
শত কষ্টে বেরোয় ঠোঁটে কটকট্ কট কট্।


মোরগ চেচায় খুব-
পারলি না তাও ডাকতে এমন ওরে বেয়াকুব!


অসহায়ের মতো তারা বড়ই নিরুপায়,
ঠুকরে মোরগ তাদের যেন ছিঁড়ে ছিঁড়ে খায়।  
ব্যথার চোটে কুঁকড়ে ওঠে ছিঁড়ে গেছে চুল,
দূরে গিয়ে মোরগ ভাবে, আমারই তো ভুল!


ভাবছে মোরগ ছি!
যাহারই ডাক সেই দিয়েছে আমার তাতে কি!