মৃত্যুটা যদি রূহের অস্পর্শ ইতি হয়
তবে শাদা মানুষের পেখমে আঁটা নীল সুখ
অটোম্যান সম্রাজ্যের পিরামিড হবে


মহাকালের ফুসরত হলে
দায়িত্বটা কাঁধে পড়ে নিভন্ত দোয়াতের


তাই মৃত্যুর সার্টিফিকেট যকৃতের ওপর লিখে রেখে
একটা দেয়াল সমান ঘুম এঁটে দেখি-
পৃথিবীর সব কাগজে
হৃদপিণ্ডের রক্তমাখা কবিতার ইতস্তত পান্ডুলিপি


অতএব মৃত্যুটা
অন্বেষা স্ট্যাটাস দিয়ে ক্রমাগত অনন্তের পথে
কবিতার আঁচল ধরে হেঁটে যায়