কৃষ্ণচূড়ার রঙের মতো
অগ্নিঝরায় বুক
দাদুর কলম- কাঁপলো লাঠি
আন্দাজে ঠুকঠুক!


দোয়াত ঢালা কালির গোলা
নদীতে বয় স্রোত
স্রোত যে কোথায়, লাল রক্তের-
বুক ফোলা হিম্মত!


হিম্মতে এই বুকের পাটা
জ্বললো লালে লাল
পরিণামে আসলো ফিরে
মুখের শ্রীর হাল!