সুরের পাখি গাইতে পারে
কথা দিয়ে গান,
দূরের পাখি চলতে পারে
কিসের টানে টান!


দূরের আকাশ কী সীমাহীন
মুক্ত নিরেট মাঠ,
সুরের নদী উছাল মারে
আলতাবধুর ঘাট।


ভরাট বিলে সুরের বাশি
রাখালের উদ্ধত,
বায়ুর নাচে মায়ের আঁচল
উড়ছে যে পতপত।


বোনের হাসি নাচায় উঠোন
দিচ্ছে কেবা ঠেস,
স্বাধীন দেশে মুক্তো আমি
পুরো বাংলাদেশ।