বেলতলাতে খেলতেছিলো আবু-হাবু দুজন
টায়ার চাকা ঘুরিয়ে তাদের সামনে এলো সুজন।
খেলার মাঝে উপর থেকে পড়লো একটা বেল,
তলায় ছিলো টাকলু হাবুর খতম মাথার খেল।
আর ওদিকে আবু, সুজন ছুটলো দ্রুত পায়ে
হাবুর মাথা থেঁতলে গেলো কাচা বেলের ঘায়ে।


এক বিকালে আবু-হাবু হাতেহাতে মেলি
আবু বলে- 'চল্ না হাবু, বেলতলাতে খেলি!'
তিড়িং করে লাফিয়ে হাবু বলে ওরে আবু,
নেই মনে তোর! বেল, মাথাতে করেছিলো কাবু!
দাগ মোছেনি, আগের বেলের আঘাত এ মাথায়
বল্ কি তবে, বারবার ন্যাড়া বেলতলাতে যায়!