আকাশে হেঁটে যায় পাখির ডানা
যেভাবে হাঁটে এ্যনাকোন্ডা
প্রাচীনের দিকে
সময়ের ব্যবধানে ফুলগুলো গিলে খায়
পশ্চিমের আকাশ


সে যখন উড়তে থাকে; ডানাগুলো পাথর হয়ে ঝরে পড়ে
আর ডানপিটে রৌদ্রস্নাত সন্ধ্যা কুয়াশা মেখে
সকালের অপেক্ষা করে
শুভ্র আকাশের ভাজে ভাজে সাদামেঘ
বকের ডানা হয়ে


হারিয়ে ফেলে আকাশ
নিঃশব্দ সহযাত্রী হয়ে পেখম মেলে
বরফের চাই-