চোখ ধাধানো নতুন সবই
থরেথরে সাজ,
বৃষ্টিধোয়া প্রকৃতিটা
চনমনে বেশ আজ।

গেলো বছর বেশ কেটেছে
ফুরফুরে তাই মন,
নতুন বছর ঠিক এ সময়-
জানাই আলিঙ্গন।

ভালো থাকি সব
হাসিমুখে করি যেন-
আনন্দ উৎসব
নতুন বছর রাখুক সবার
খুশি আমার রব।