ঈদের আগে নতুন জামা
কিনছি চড়া দামে
সুতি কাপড় তুলতুলে বেশ
পরবো তা আরামে।


টুপি কানায় ফুলের সারি
টোপর অলা মাথা
আরও আছে- জুতো, মোজা,
চশমা,রঙিন ছাতা।


-"ঈদের খুশি তোমার বাড়ি
পাচ্ছো কত সেবা,
জানো কি অই পথের ছেলে
দেখছে তাদের কে-বা!


পথে ঘুমোয় আলগা মাথা
বালিশ ছাড়া গুঁজে,
একটু আদর হাতড়ে তারা
পায়না মোটে খুঁজে।"


-"চাইনা আমার নতুন জামা
চাই না জুতো চাদর
তাদের সাথে ঈদ কাটাবো
ভাগ দেব সব আদর।"