অক্টোপাস হয়ে চলতে গেলাম, তখন-
কাকের চোখে হুতোমপেঁচার গাল ছুঁয়ে যায়-
ঠিকরে পড়া রোদে আগুনের আস্তিন চেপে ধরে।
দাউদাউ করে স্বপ্নের জলরাশি


তখন বিষাদের ঘনঘটা-
আকাশী নেটওয়ার্ক ছিন্ন করে
দগদগে বুকের ক্ষত নরম করে দেয়।


যখন বিষাক্ত বিছা-
মাথার মগজ ফুটো করতেও দ্বিধা করে না
আর সবুজ আতংকে কাটে কাকনিদ্রা-
লিকুইড গ্যাসে ধুয়ে দেয় বাড়তি ক্ষণপদ
এখন পড়ে আছি লবণমুখো জড়সড় হওয়া
জোঁকের মতো অর্ধবৃত্তাকার মাটির বসনে